পতনের শীর্ষে তমিজউদ্দিন টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার
বা দরপতনের শীর্ষে রয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৭ টাকা
৫০ পয়সা বা ৯.৭০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, আজ মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ
১৬২ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৪৪ বারে ২৩ হাজার ৭৭৯ টি শেয়ার লেনদেন
করেছে। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা।
লুজার তালিকার দ্বিতীয় স্থানে থাকা অলটেক্স
ইন্ডাস্ট্রিজের ১ টাকা পয়সা বা ৪.৮১ শতাংশ দর কমেছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং
অ্যান্ড প্যাকেজিংয়ের ১৭ টাকা ৬০ পয়সা বা ৮.১৫ শতাংশ দর কমেছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জুট স্পিনার্স, বিডি মনোস্পুল পেপার,এএমসিএল
প্রাণ, ফার্মা এইডস, লিন্ডেবিডি, অ্যাপেক্স ট্যানারি ও বিডি ল্যাম্পস লিমিটেড।







