সমাজবিজ্ঞানী ও সংসদ সদস্য মাসুদা এম রশীদ চৌধুরী মারা গেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও জাতীয় পার্টির সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) মারা গেছেন। (ইন্না-লিল্লাহ... রাজিউন)।

 

তিনি আজ ভোর সাড়ে তিনটায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

 

তিনি এক ছেলে ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী ও মেয়ে ব্যারিস্টার সানজিদা রশীদ চৌধুরীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও ভক্ত অনুরাগী রেখে গেছেন।

 

আজ বাদ জোহর মগবাজারে তার নিজ বাসভবনে প্রথম নামাজে জানাজার পর বাদ আছর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 

আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম লালদিঘী মাঠে বাদ জোহর তৃতীয় নামাজে জানাজা ও বাদ আছর রাউজানের গহীরা গ্রামে চতুর্থ জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

অধ্যাপকা মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।