ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র সেন এমপির রোগমুক্তির জন্য দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী
লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ রমেশ চন্দ্র সেন এমপি বিভিন্ন
রোগে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে রোববার অস্ত্রোপচার করা হবে।
এ উপলক্ষে শনিবার
(১১ সেপ্টেম্বর) বাদ এশা ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া কেন্দ্রীয় জামে মসজিদে এমপি
রমেশ চন্দ্র সেনের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা
করেন মসজিদের পেশ ইমাম আব্দুল মকসেত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামে মসজিদের
সাবেক সভাপতি মো: সাইফুল্লাহ, সাবেক সভাপতি আলহাজ্জ তাহেরুল ইসলাম,আহবায়ক আলহাজ্জ শহিদুল
ইসলাম যুগ্ম আহবায়ক বদরুল ইসলাম বিপ্লবসহ অনেকে।
দোয়া মাহফিলে
অত্র মসজিদে এমপি মহোদয়ের মাধ্যমে সরকারি এককালীন ৫ লক্ষ টাকা অনুদান মন্জুরী এবং এসি
স্থাপনে তার সহযোগিতার কথা স্বীকার করে তার দীর্ঘায়ু কামনা করা হয়।