চাল আমদানির ওপর শুল্ক কমিয়েছে সরকার

দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে চাল আমদানির ওপর শুল্ক কমিয়েছে সরকার। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের (কাস্টমস) এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, চালের মোট আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ দশমিক ৭৫ শতাংশ করা হয়েছে। অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত হ্রাসকৃত শুল্কে চাল আমদানি করা যাবে।

 

তবে, এ শুল্ক হ্রাস কেবল আতপ ও সিদ্ধ চাল আমদানির ক্ষেত্রে প্রযোজ্য হবে। খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমদানিকারকরা ২৫ দশমিক ৭৫ শতাংশ শুল্কহারে আতপ ও সিদ্ধ চাল আমদানি করতে পারবে বলে প্রজ্ঞাপনে বলা হয়।

 

উল্লেখ্য, গত মাসে খাদ্য মন্ত্রণালয় রাজস্ব কর্তৃপক্ষকে শুল্ক কমানোর সুপারিশ করেছিল।