মেসিবিহীন লা লিগার নতুন মৌসুম শুরু
সময়ের অন্যতম সেরা তারকা লিওনেল মেসিবিহীন
লা লিগার নতুন মৌসুম শুরু হয়ে গেল। অবশ্য শুরুর ম্যাচটি বার্সেলোনার ছিল না। মৌসুমের
উদ্বোধনী ম্যাচে গেটাফের মুখোমুখি হয়েছে ভ্যালেন্সিয়া। গতকাল শুক্রবার রাতে গেটাফেকে
হারিয়ে জয় দিয়ে মৌসুম শুরু করেছে ভ্যালেন্সিয়া।
মেস্তায়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে
গেটাফেকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক ভ্যালেন্সিয়া। দলের হয়ে ব্যবধান গড়া একমাত্র গোলটি
করেছেন কার্লোস সলেস।
অবশ্য ম্যাচটির শুরুতেই ধাক্কা খেয়ে বসে
ভ্যালেন্সিয়া। উগো গিগামুন লাল কার্ড দেখলে ম্যাচের পুরো সময় ১০ জনের দল নিয়ে লড়াই
করতে হয় স্বাগতিকদের। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রতিপক্ষের খেলোয়াড় নেমানিয়া মাকসিমোভিচকে
ফাউল করে বসেন গিগামুন। রেফারি প্রথমে হলুদ কার্ড দেখান। পরে ভিএআর চেক করলে লাল কার্ড
দেখাতে বাধ্য হন রেফারি।
লাল কার্ড দেখেছেন গেটাফের খেলোয়াড়রও।
ম্যাচের ৭৬ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে লাল কার্ড দেখেন সেন্টার-ব্যাক এরিক
কাবাকো।
ব্যবধান গড়া গোলটি শুরুতেই পেয়ে যায় ভ্যালেন্সিয়া।
অষ্টম মিনিটে দেনিস চেরিশেভ চেরিশেভ ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান
রেফারি। স্পট কিকে জালে বল পাঠিয়ে গোল আদায় করে নেন কার্লোস সলের। ফলে স্বস্তির জয়
নিয়ে মাঠ ছাড়তে পারে ভ্যালেন্সিয়া।
আজ শনিবার আলভেসের বিপক্ষে ম্যাচ দিয়ে
লা লিগার নতুন মৌসুম শুরু করবে রিয়াল মাদ্রিদ।
অন্যদিকে, আগামীকাল অ্যাথলেটিকো মাদ্রিদের
বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মেসিবিহীন বার্সেলোনা।/ এনটিভি