টিকা নিলেন রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির
রিজভী করোনার টিকা নিয়েছেন।
আজ সোমবার (২৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে টিকা নেন তিনি। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
ডা. রফিকুল ইসলাম জানান, তিনি মর্ডানার টিকা নিয়েছেন।
গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির
রিজভী। এরপর ১৭ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। গত ১ এপ্রিল হঠাৎ করেই
রিজভীর শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেন লেভেল কমে যায়। তখন তাকে আইসিইউতে স্থানান্তর
করা হয়। এরপর ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হয়। দীর্ঘ প্রায় দুই মাস তিনি হাসপাতালে
চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।