প্রকৃতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক পরিবেশও ধ্বংস করছে : ফখরুল
সরকার পরিকল্পিতভাবে প্রকৃতির সঙ্গে সঙ্গে
রাজনৈতিক পরিবেশও ধ্বংস করছে। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম
আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর উত্তর
বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন। বলেন, সরকার উদাসীনতা ও দুর্নীতির
মধ্য দিয়ে করোনাকালে মানুষের জীবনকে বিপন্ন করে তুলেছে। আওয়ামী লীগ নেতারা গত কয়েক
বছরে ৬ লাখ কোটি টাকা পাচার করেছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব।
এসময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে
বলেন, বিএনপি চেয়াপারসন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। তার সুচিকিৎসা নিশ্চিতের
আহ্বান জানান মির্জা ফখরুল।/জে