১৫ আগস্টই খালেদার প্রকৃত জন্মদিন এটা বিএনপিকে প্রমাণ করতে হবে: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টই খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন, বিএনপিকে তা প্রমান করতে হবে। তা না হলে বিএনপির সাথে রাজনৈতিক সহাবস্থান সম্ভব নয়।

 

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সদস্যপদ নবায়ন ও প্রাথমিক সদস্যপদ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন তিনি।

 

এ সময় তিনি খালেদা জিয়ার জন্মদিন নিয়ে বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, একই ব্যক্তির পাঁচ জন্মদিন কিভাবে হয়! এই বিষয়টি বারবার এড়িয়ে কেনো যাচ্ছেন?

 

একটি রিটের পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালনের বিষয়টি নিয়ে মির্জা ফখরুলের সঙ্গে কিছুটা একমত পোষণ করে ওবায়দুল কাদের বলেন, কারও কারও ক্ষেত্রে প্রকৃত জন্মতারিখ আর সার্টিফিকেটের জন্ম এক নয়।

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে প্রশ্ন রেখে বিএনপি নেতাদের কাছে জবাব চেয়ে বলেন, তাই বলে কি কারও পাঁচটি জন্মতারিখ থাকবে?

 

জাতির সবচেয়ে কষ্টের দিন- জাতীয় শোক দিবসে হঠাৎ করেই ভূয়া জন্মদিন পালন, উৎসব করে কেক কেটে বিএনপির প্রতিহিংসা আর মিথ্যাচারের রাজনীতির বিকৃত উদাহরণ বলেও মনে করেন ওবায়দুল কাদের।

 

এ সময় তিনি চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, বির্তকিতরা কোনোভাবেই যাতে আওয়ামী লীগের সদস্য হতে না পারে সে বিষয়ে নির্দেশ দেন। পাশাপাশি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলে আগে প্রবেশ করেছে এমন বির্তকিতদের সদস্য পদ নবায়ন না করার নির্দেশ দেন।