আবারও বাড়ল সোনার দাম

দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে সোনার দাম আবারও বাড়তে যাচ্ছে। এই দফায় ভরিতে বাড়ছে ২ হাজার ৪১ টাকা। তাতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম গিয়ে দাঁড়াচ্ছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। নতুন দর আজ রোববার থেকে কার্যকর হবে।

 

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার সন্ধ্যার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে। সর্বশেষ ১০ মে দেশের বাজারে সোনার দাম ভরিতে বেড়েছিল ২ হাজার ৩৩৩ টাকা।

 

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও বিভিন্ন জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে সোনার মূল্য বেড়েছে। একইসঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা ও বিভিন্ন ধরনের দাফতরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা সোনারবার আমদানি করতে পারছেন না।

 

তাছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটেও সোনার মূল্য বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ মে থেকে দেশের বাজারে সোনা ও রূপার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

 

নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২ হাজার ৪১ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫১ হাজার ২৬৩ টাকা।

 

এদিকে শনিবার পর্যন্ত ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি সোনা বি‌ক্রি হ‌য়েছে ৭১ হাজার ৪৪২ টাকায়। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ২৯৩ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ৫৯ হাজার ৫৪৫ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি‌ক্রি হ‌য়ে‌ছে ৪৯ হাজার ২২২ টাকায়।