রোজিনা জমিনে প্রমাণিত হল আদালত সম্পূর্ণ স্বাধীন: কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক
পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাংবাদিক রোজিনা ইসলামের জামিন পাওয়ার
মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে আদালত সম্পূর্ণ স্বাধীন এবং সরকার এতে কোনরূপ হস্তক্ষেপ করেনি।
জাতিসংঘ গ্লোবাল রোড সেফটি উইক উপলক্ষে
আজ রোববার আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী
তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সভায় যুক্ত হন।
শেখ হাসিনা সরকার সাংবাদিক বান্ধব সরকার
উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের সাংবাদিক ও সংবাদপত্র শিল্পের জন্য সরকার যা
করেছে ৭৫ পরবর্তীকালে আর কোন সরকার কার্যতঃ কিছুই করেনি।
রোজিনা ইস্যুতে সাংবাদিকদের জন্য যারা
মায়াকান্না করছে সেই বিএনপি ক্ষমতায় থাকাকালীন সাংবাদিকদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী
মামলা করেছিলো।
আগামীকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক
আসন খালি রেখে এবং সমন্বিত ভাড়ায় দূরপাল্লার পরিবহন চলাচল করবে বলে জানিয়ে ওবায়দুল
কাদের বলেন, গাড়ি চালু করার আগে অবশ্যই গাড়িকে জীবাণুমুক্ত করতে হবে। যাত্রীসহ সংশ্লিষ্ট
সবাইকে শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে যাত্রীসাধারণ ও পরিবহন মালিক
শ্রমিকদের সহযোগিতা করতে হবে।