ভারতের জন্য শেখ হাসিনার প্রার্থনা
করোনাভাইরাস
মহামারির দ্বিতীয় ঢেউয়ে বেশ কঠিন সময় পার করছে প্রতিবেশী দেশ ভারত। প্রতিদিন দেশটির
কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর আসছে গণমাধ্যমে। করোনায় মারা যাওয়া ভারতীয়দের জন্য
শোক ও প্রার্থনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার
(১০ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
এতে
বলা হয়, চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রতি বাংলাদেশের দৃঢ় সহমর্মিতার বিষয়টি
পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশ একসঙ্গে করোনা মহামারি মোকাবিলার বিষয়ে অঙ্গীকার
ব্যক্ত করেন বঙ্গবন্ধুকন্যা।
এদিকে
করোনায় বিপর্যস্ত ভারতে সোমবার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে ২ কোটি ২৬ লাখ ৬২ হাজার
৫৭৫ জনের। এপর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৪৬ হাজার ১১৬ জনের।
দেশটির
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায়
সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬৬ হাজার ১৬১ জন। একই সময়ে নতুন করে মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত
৩ হাজার ৭৫৪ জনের।