২০৪১ সালে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে : শিল্পমন্ত্রী
২০৪১ সালে বাংলাদেশে ব্যাপক হারে কর্মসংস্থান সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, বর্তমান সরকার শিল্পবান্ধব বলেই, বিগত ১২ বছর ধরে দেশের শিল্পোন্নয়নের জন্য কাজ করছে। আর সে কারণেই আজ দেশে নতুন নতুন শিল্প পার্ক স্থাপিত হচ্ছে।
শনিবার (৮ মে) গাজীপুরের শ্রীপুরে এনার্জিপ্যাক
পাওয়ার জেনারেশন লিমিটেডের (ইপিজেএল) এনার্জিপ্যাক ইন্ডাস্ট্রিয়াল পার্কের উদ্বোধনী
অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী। ভার্চুয়ালি তিনি অনুষ্ঠানে যোগ দেন।
শিল্পমন্ত্রী বলেন, করোনা মহামারিতে যেখানে
বিশ্বের বড় বড় দেশ হিমশিম খাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে
আমাদের জীবন ও জীবিকা উভয় সচল। পাশাপাশি শিল্প কারখানাও চালু রয়েছে। দেশের মানুষ একেবারে
কর্মহীন হয়ে পড়েনি। চতুর্থ শিল্প বিল্পবের এই সময় বিশ্বের বড় বড় দেশেগুলোর সঙ্গে শিল্প
উৎপাদনে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের আরও আধুনিক শিল্প পার্ক স্থাপনের কোনো
বিকল্প নেই।
তিনি আরো বলেন, মহামারিতে বাংলাদেশ গত
বছর জিডিপি ৫ দশমিক ২৪ শতাংশ ধরে রাখতে সক্ষম হয়েছে। বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলছে।
জাতীয় অর্থনীতি সচল রাখতে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থাপনায় শিল্প
কারখানা চালু রাখা হয়েছে। যাতে মানুষ কর্মহীন না হয়ে পড়ে।
শিল্পমন্ত্রী বলেন, আমাদের দেশীয় একটি
প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের মতো প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে দেখে
আমি আনন্দিত। এই এনার্জিপ্যাক শিল্প পার্কটি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ
তৈরি করবে।