বিএনপি নেতারা ইলিয়াস আলীকে গুম করেছে, এটা আমি বলতে পারি?

বিএনপি নেতা ইলিয়াস আলীর গুমের বিষয়ে ছড়িয়ে পড়া বক্তব্য কাটপিস করা হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

রোববার (১৮ এপ্রিল) বিকেল তিনটায় শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

 

 

তিনি বলেন, বিএনপি নেতারা ইলিয়াস আলীকে গুম করেছে আমি স্থায়ী কমিটির সদস্য এমন কথা বলতে পারি? আমি এমন কোনো কথা বলিনি। 

 

আমার বক্তব্য কাটপিস করে সামনের অংশ পেছনের অংশ বাদ দিয়ে নিজেদের ইচ্ছে মতো লিখেছে। হঠাৎ মিডিয়া কেন আমাকেই টার্গেট করে এ ধরনের কাজ করলো তা আমি জানি না।

 

এ ধরনের তৎপরতাকে ষড়যন্ত্র হিসেবে অভিহিত করেছেন বিএনপির এ নেতা।

 

সংবাদ সম্মেলনে দলের নেতা আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, কামরুজ্জামান রতন, আবদুস সালাম আজাদ ও কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।