ধীরে ধীরে নায়ক ফারুক সুস্থ হয়ে উঠছেন

কিংবদন্তি অভিনেতা ও ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

নায়ক ফারুকের শারীরিক অবস্থা নিয়ে স্ত্রী ফারহানা পাঠান জানিয়েছেন, আলহামদুলিল্লাহ, আগের চেয়ে অবস্থা ভালোর দিকে যাচ্ছে। এমআরআই পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি। রিপোর্ট পজিটিভ। ভালো এসেছে। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন আল্লাহর রহমতে। সবাই তার জন্য দোয়া করবেন।

 

২১ মার্চ থেকে এই অভিনেতা অচেতন ছিলেন তিনি। ৯ এপ্রিল তার ছেলে শরৎ জানান, চিকিৎসকের ডাক শুনতে পেরে সাড়া দিয়েছেন তার বাবা৷ আশা দেখতে পাচ্ছেন চিকিৎসকরা।

 

তারপর গতকাল রাতে ফারুকের শারীরিক অবস্থা নিয়ে সবশেষ তথ্য দেন ফারহানা পাঠান।

 

গেলো ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর নেয়া হয় ফারুককে। এর আগে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। সবশেষ করোনাতেও আক্রান্ত হয়েছিলেন তিনি।