দর বাড়ায় শীর্ষে নিটল ইন্সুরেন্স

রবিবার (২৮ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৪টির বা ৩৮.২৯ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নিটল ইন্স্যুরেন্সের। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

তথ্য মতেকোম্পানিটি হাজার ২৪৮ বারে ১১ লাখ ৩৫ হাজার ৫২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য কোটি ৮৪ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে টাকা ৮০ পয়সা বা .১২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আজ কোম্পানিটির দর টাকা বা .০৬ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রহিমা ফুড কর্পোরেশন, ঢাকা ইন্স্যুরেন্স, তাওফিকা ফুডস, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, অগ্রণী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড।