বই কিনলেই ক্রেতারা ১৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ জানিয়েছে, এই অফারের আওতায় মেলা
চলাকালে একজন ক্রেতা সর্বোচ্চ ১০০ টাকা ক্যাশব্যাক পেতে পারেন। এছাড়াও বিকাশের যৌথ
উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ১৫ হাজার বই বিতরণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।
গত ১৮ মার্চ শুরু হওয়া বইমেলায় এই ক্যাশব্যাক অফার চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
বইমেলার বেশির ভাগ স্টলেই বিকাশ অ্যাপে কিউআর কোড স্ক্যান করে, *২৪৭# ডায়াল করে অথবা
পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিকাশ পেমেন্ট করে তাৎক্ষণিক ক্যাশব্যাক পাবেন গ্রাহক। এবার
মেলায় আসা পাঠক-দর্শনার্থীদের বই প্রদানের সুবিধার্থে মেলা প্রাঙ্গণেই থাকছে পাঁচটি
বুথে বই দেওয়ার ব্যবস্থা। দর্শনার্থীরা তাঁদের পছন্দ অনুসারে নতুন বা পুরনো বই বুথে
এসে দিতে পারছেন।
বাংলা একাডেমি প্রাঙ্গনে পহেলা ফেব্রুয়ারি
থেকে শুরু হওয়া ‘অমর একুশে গ্রন্থমেলায়’ বিকাশ অ্যাপে
পেমেন্ট করে বই কিনলেই ক্রেতারা ১৫ শতাংশ ক্যাশব্যাক পাবেন।
একজন ক্রেতা বিকাশ অ্যাপে পেমেন্ট করলে
বইয়ের প্রচ্ছদ দামের চেয়ে ৩২.৫ ভাগ কম দামে বই কিনতে পারবেন। বইমেলায় প্রকাশকরা ২৫
শতাংশ ছাড় দিয়ে থাকেন। এর সঙ্গে বিকাশ অ্যাপের ১০ শতাংশ ক্যাশব্যাক যুক্ত হয়ে এই আকর্ষণীয়
অফার পাবেন ক্রেতা।







