ইসলামী ব্যাংক হাসপাতাল মুদ্গা শাখার উদ্যোগে শিক্ষা বৈঠক
সম্প্রতি ইসলামী ব্যাংক
হাসপাতাল মুদ্গা শাখার উদ্যোগে মেডিকেল অফিসার ও কনসালটেন্টদের নিয়ে শিক্ষা বৈঠক
অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের
চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিল।
অনুষ্ঠানে প্রধান আলোচক
হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি,
বিশিষ্ট নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. মারুফ শাহরিয়ার। অনুষ্ঠানটি
পরিচালনা করেন ইসলামী ব্যাংক হাসপাতাল মুদ্গা শাখার সেক্রেটারি, মুগদা মেডিকেল
কলেজের সহকারী অধ্যাপক, শিশু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. আবুল হোসেন।
প্রধান অতিথির
ব্ক্তব্যে ইসলামী ব্যাংকের পরিচালক মো. আবদুল জলিল বলেন, সব চিকিৎসকদের একসঙ্গে
দায়িত্বের সঙ্গে কাজ করতে হবে।
ডা. মারুফ শাহরিয়ার বলেন, ডাক্তারদেরকে ইসলামী নীতি নৈতিকতার আলোকে একজন সুচিকিৎসক
হয়ে উঠতে হবে।