ছয় মাসে বিদেশি ঋণ এসেছে ৩৫৩ কোটি ডলার, ঋণ পরিশোধে গেছে ১৯৮ কোটি ডলার

২০২৪২৫ অর্থবছরের প্রথম ছয় মাসে জুলাই-ডিসেম্বরে দেশে মোট ৩৫৩ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ বিদেশি ঋণ এসেছে। এর মধ্যে সর্বশেষ ডিসেম্বরে ২০০ কোটি ডলারের মতো ছাড় হয়েছে। বিশ্বব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ছাড় হয়েছে প্রায় ১০০ কোটি ডলার।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তৈরি জুলাই-ডিসেম্বর মাসের বিদেশি ঋণ পরিস্থিতির হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। রোববার (২৬ জানুয়ারি)  প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে বিপুল পরিমাণ বিদেশি ঋণ ছাড় হওয়ায় গত ছয় মাসের সার্বিক হিসাবে ঋণ পরিশোধের পরিমাণ বেশ বেড়েছে। 

অন্যদিকে এই ছয় মাসে সরকারকে বিদেশি ঋণ বাবদ পরিশোধ করতে হয়েছে ২৩৭ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে ১৭২ কোটি ডলার পরিশোধ করতে হয়েছিল। তবে গত ২০২৩২৪ অর্থবছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে বিদেশি ঋণ ছাড় বাড়েনি। আগের অর্থবছরের প্রথম ছয় মাসে সব মিলিয়ে ৪০৬ কোটি ডলারের বৈদেশিক সহায়তা পাওয়া গিয়েছিল। এবার একই সময়ে এর চেয়ে ৫৩ কোটি ডলার কম এসেছে।

এদিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) প্রকল্প সহায়তা হিসেবে বিদেশি সংস্থা দেশের কাছ থেকে ঋণসহায়তা বাবদ তেমন প্রতিশ্রুতি মিলছে না। গত জুলাই-ডিসেম্বর ছয় মাসে এডিপির জন্য মাত্র ২৩০ কোটি ডলারের প্রতিশ্রুতি পাওয়া গেছে, যা গত অর্থবছরের একই সময়ের ৪০ শতাংশের সমান।