ইয়াসিরকে ম্ল্যান করে বরিশালের জয়ের নায়ক মাহমুদউ

ইয়াসির আলির বিধ্বংসী ইনিংসে বড় সংগ্রহের পর বল হাতে শুরুতেই আঘাত হানেন তাসকিন আহমেদ হাসান মুরাদ। মনে হচ্ছিল জয় দুর্বার রাজশাহীর নাগালেই। কিন্তু উইকেটে গিয়ে সব হিসাব পাল্টে দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সঙ্গে ফাহিম আশরাফের টর্নেডো ইনিংসে দুর্দান্ত জয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল ফরচুন বরিশাল।

মিরপুর শের- বাংলা স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী ম্যাচে সোমবার রাজশাহীকে উইকেটে হারিয়েছে তামিম ইকবালের দল।

১৯৮ রানের বিশাল বড় লক্ষ্যে ৬১ রানে উইকেট হারিয়ে বিপাকে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এরপর উইকেটে যান মাহমুদউল্লাহ। শাহিন শাহ আফ্রিদি ১৭ বলে ছক্কায় ২৭ রানের ঝড় তুলে ফেরার পর ফাহিমকে নিয়ে বাকি কাজ সেরে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ।

৫টি চার ছক্কায় ২৬ বলে অপরাজিত ৫৬ রানের ইনিংসে ম্যাচের নায়ক মাহমুদউল্লাহই। তবে ফাহিম ছিলেন আরও বিধ্বংসী। পাকিস্তানি অলরাউন্ডার স্রেফ ২১ বলে ৭টি ছক্কা চারে ৫৪ রানে অপরাজিত থাকেন। তাদের তাণ্ডবেই ১১ বল হাতে রেখেই জয়ের উল্লাসে মাতে আসরের অন্যতম ফেভারিট বরিশাল।