শেয়ার বাজারে সূচক ও লেনদেন ঊর্ধ্বমুখী
দেশের শেয়ার বাজারে মঙ্গলবার বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এতে মূল্যসূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জেই সবকটি সূচক বেড়েছে। এছাড়া, গতকালও ডিএসইতে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে ডিএসইতে লেনদেনকৃত মোট ৪০২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ১২৮টির। আর ৭১টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৬ পয়েন্টে উঠে এসেছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১২ কোটি ২৫ লাখ টাকা।