অনুষ্ঠিত হলো এফবিসিসিআই মেম্বার্স নাইট
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মেম্বার্স নাইট-২০২৩। এফবিসিসিআইর সাধারণ পরিষদের সদস্যদের সম্মানে গত শনিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে এফবিসিসিআইর বর্তমান ও সাবেক নেতারা এবং সারাদেশের চেম্বার ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অংশ নেন। গতকাল সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাগত বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন গত দুই বছরে ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে এফবিসিসিআইর বিভিন্ন উদ্যোগ ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১৬ দিনব্যাপী ‘বিজয়ের ৫০ বছর: লাল-সবুজের মহোৎসব’ অনুষ্ঠানের আয়োজন করে এফবিসিসিআই। সম্প্রতি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের ভূমিকা ও করণীয় নিয়ে আলোচনা করতে ব্যবসায়ী সম্মেলন আয়োজন করে এফবিসিসিআই।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মাহবুবুর রহমান, কাজী আকরাম উদ্দিন, বর্তমান সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী, মনোয়ারা হাকিম আলী প্রমুখ। অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি র্যাফেল ড্রর আয়োজন করা হয়।