যা চেয়েছিল তাই পেয়েছে ইংল্যান্ড
শেষ ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে পারেনি ইংল্যান্ড। তারপরও অখুশি নন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। তাঁর মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এ সফরে তাঁরা যা চেয়েছেন, তাই পেয়েছেন।
২৪৬ রান তাড়া করা খুবই সম্ভব ছিল বলে জানান ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার, ‘এই ম্যাচটি জেতার জন্য আজ আমরা মরিয়া ছিলাম। তারপর সিরিজ জেতায় আমরা আনন্দিত। বাংলাদেশ যে রান করেছে, তাতে আমরা খুশিই ছিলাম। আমার মনে হয় এই রান তাড়া করা খুবই সম্ভব ছিল। আমরা চমৎকার সূচনাও করেছিলাম। কিন্তু এরপর বাংলাদেশ বল হাতে দারুণভাবে ঘুরে দাঁড়ায়। ১ রানের মধ্যে তারা আমাদের ৩ উইকেট তুলে নেয়। আমার মনে হয়, এটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট।’ সিরিজ জেতার পাশাপাশি বাটলারের খুশি হওয়ার আরেকটি কারণ ছিল উপমহাদেশীয় কন্ডিশনে নিজেদের ভালোভাবে ঝালিয়ে নিতে পারা, ‘এই সফর থেকে আমরা যা চেয়েছিলাম, ঠিক তাই পেয়েছি। ঠিক এমন উইকেটে আমরা খেলতে চেয়েছিলাম। এই কন্ডিশনে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারাটা আমাদের জন্য দারুণ বিষয় ছিল। আর কন্ডিশনটা আমাদের জন্য যথেষ্ট কঠিন ছিল।’
আগামী অক্টোবরে ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। বিশ্বচ্যাম্পিয়নরা বাংলাদেশ সফর দিয়েই আগামী বিশ্বকাপের প্রস্তুতিটা শুরু করেছে।
সিরিজ জয় নিয়ে ইংল্যান্ড অধিনায়ক আরও বলেন, ‘বাংলাদেশকে তাদের মাটিতে হারানো ভীষণ কঠিন। সেই কঠিন কাজটি করার পাশাপাশি এ সিরিজ থেকে আমরা অনেক কিছু শিখেছি। কিছু জায়গায় আমরা ভালো করেছি।’