সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন?
কাতার বিশ্বকাপে বেশ কয়েকটি অঘটন
ঘটে গেছে। অন্যতম ফেভারিট ব্রাজিল, জার্মানি, স্পেন বাদ পড়ে গেছে। শেষ আটের লড়াইয়ে
পর্তুগালও টিকে থাকতে পারেনি।
প্রথম
সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এবার কোয়ার্টার ফাইনালে
ফেভারিট দল ব্রাজিলকে হারিয়েছে ক্রোয়েশিয়া। প্রথম ৯০ মিনিটে কোনো দল গোল
করতে না পারায় অতিরিক্ত সময়ে ১-১ শেষ হয় খেলা। পরে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে
ব্রাজিলকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় ক্রোয়েশিয়া।
নেদারল্যান্ডসকেও
একই কায়দায় হারিয়েছে আর্জেন্টিনা। ৯০ মিনিটে ২-২ ড্র হয় খেলা। অতিরিক্ত সময়ে গোল
না হওয়ায় খেলা টাইব্রেকারে গড়ায়। সেখানে ৪-৩ ব্যবধানে জেতেন লিওনেল মেসিরা।
আগামী
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের লুসাইল স্টেডিয়ামে খেলতে নামবে
আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়া।
অন্যদিকে
দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মরক্কো ও ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে
পর্তুগালকে হারিয়েছে মরক্কো। ১-০ গোলে জিতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিশ্বকাপের
স্বপ্ন শেষ করে দিয়েছে তারা। ফ্রান্স ২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়েছে ।
আগামী
বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় কাতারের আল বায়েত স্টেডিয়ামে নামবে মরক্কো ও
ফ্রান্স।