‘সর্বোচ্চ ভ্যাটদাতা’ পুরস্কার পাচ্ছে ১২৯ প্রতিষ্ঠান
ভ্যাট প্রদানে উৎসাহ দিতে প্রতি
বছর সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে জাতীয় রাজস্ব
বোর্ড (এনবিআর)। এরই ধারাবহিকতায় ২০২০-২১ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী
হিসেবে পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে ১২৯ প্রতিষ্ঠানকে।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে ৯টি ও
জেলা পর্যায়ে তিন ক্যাটাগরিতে ১২০টি প্রতিষ্ঠান রয়েছে।
সম্প্রতি এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক-প্রশিক্ষণ ও পুরস্কার) মো. ফয়সাল বিন
রহমান সই করা পৃথক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে প্রতিষ্ঠানগুলোর নাম। ‘সর্বোচ্চ
মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫
(সংশোধিত)’ অনুযায়ী এ পুরস্কার দেওয়া হচ্ছে। আগামী ১০ ডিসেম্বর
জাতীয় মূসক দিবসের অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হবে বলে এনবিআর সূত্রে এই তথ্য জানা
গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে জাতীয় পর্যায়ে উৎপাদন,
ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ৯ প্রতিষ্ঠানকে
পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। এর মধ্যে উৎপাদন খাতের ৩টি প্রতিষ্ঠান হলো
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড
এবং এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড।
ব্যবসায় খাতের ৩ প্রতিষ্ঠান হলো- ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও
ইউনিমার্ট লিমিটেড।
সেবা খাতের তিন প্রতিষ্ঠান হলো- বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং
ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড বা আইএফআইসি
ব্যাংক।
নীতিমালা অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে জেলা পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে
সর্বোচ্চ মূসক পরিশোধকারী হিসেবে ১২০ প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে পুরস্কারের
জন্য।
এর মধ্যে রয়েছে এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হ্যামকো করপোরেশন
লিমিটেড ও ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।
ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের অধীনে রয়েছে ডেল্টা ফার্মা লিমিটেড,
মাহবুব ট্রেডার্স ও মেসার্স লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার, বেনলি ইলেকট্রনিক
এন্টারপ্রাইজ কোং লিমিটেড, এসসি জনসন প্রাইভেট লিমিটেড ও গ্রিন চিলিস রেস্টুরেন্ট,
আইয়ুব আলী অ্যান্ড ব্রাদার্স, রাসেল ব্রেড অ্যান্ড কনফেকশনারি ও আলিশান
রেস্টুরেন্ট।
ভ্যাট ঢাকা পশ্চিম কমিশনারেটের অধীন- আলফা অটো ব্রিকস লিমিটেড,
মহিমা বাজাজ ও মেঘনা ইনোভা রাবার কোং লিমিটেড।
ভ্যাট ঢাকা পূর্ব কমিশনারেটের অধীনে পুরস্কার পাচ্ছে ফেয়ার
ইলেকট্রনিকস লিমিটেড, মেসার্স কালাচাঁদ দাস ও হেরিটেজ রিসোর্ট লিমিটেড। এসকেএফ
ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড ও রেডিয়েন্ট শিপ ইয়ার্ড
লিমিটেড। ভ্যাট ঢাকা দক্ষিণ কমিশনারেটের অধীন মুন্সীগঞ্জ জেলার সুপার ফরমিকা
অ্যান্ড ল্যামিনেশন লিমিটেড।
ভ্যাট সিলেট কমিশনারেটের অধীন সিলেট জেলার ফুলকলি ফুড প্রোডাক্টস
লিমিটেড, ইফাত অ্যাসোসিয়েট, সিলেট ক্যাবল সিস্টেমস প্রাইভেট লিমিটেড, মৌলভীবাজার
জেলার সুমা ফুড-১, এম বি ক্লথ স্টোর, স্বাদ অ্যান্ড কোং, সুনামগঞ্জ জেলার আকিজ
প্লাস্টিকস লিমিটেড, মেসার্স পি কে ট্রেডিং এজেন্সি, পানসী রেস্টুরেন্ট, হবিগঞ্জ
জেলার মেসার্স শরীফ ইলেকট্রনিকস, আল-আমিন ফুড ফেয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
ভ্যাট চট্টগ্রাম কমিশনারেটের অধীন চট্টগ্রাম জেলার ইস্টার্ন মেটাল
ইন্ডাস্ট্রিজ (চট্ট:) লিমিটেড, এসকরপ অ্যাপারেলস লিমিটেড, মেসার্স যমুনা
ট্রেডার্স, কক্সবাজার জেলার সায়মন বিচ রিসোর্ট লিমিটেড, বান্দরবান জেলার ভেনাস
রিসোর্ট অ্যান্ড কফি হাউস।
রংপুর ভ্যাট কমিশনারেটের অধীন রংপুর জেলার মেসার্স মায়া বিড়ি
ফ্যাক্টরি, আরিফিন মটরস, গ্রান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড,
কুড়িগ্রাম জেলার সানলাইট ট্রেডিং অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, অন্তর বাজাজ, ঝন্টু
মিষ্টান্ন ভাণ্ডার, গাইবান্ধা জেলার ইউনাইটেড ফুটকেয়ার (বাংলাদেশ) লিমিটেড,
মেসার্স ইরা বাজাজ, এস কে এস ইন, ঠাকুরগাঁও জেলার গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ
লিমিটেড, মেসার্স কে এম মটরস, মেসার্স করতোয়া কুরিয়ার পার্সেল অ্যান্ড সার্ভিস,
দিনাজপুর জেলার মেসার্স সুমাইয়া মটরস, নীলফামারী জেলার সানিটা সিরামিক (প্রা.)
লিমিটেড, মেসার্স শাকিল মটরস, পঞ্চগড় জেলার পঞ্চগড় মটরস, লালমনিরহাট জেলার
মেসার্স স্বাধীন বিড়ি অ্যান্ড সফল বিড়ি ফ্যাক্টরি, এ আর মটরস।
যশোর ভ্যাট কমিশনারেটের অধীন কুষ্টিয়া জেলার মডার্ন প্লাইউড
অ্যান্ড উড প্রোসেসিং কোম্পানি লিমিটেড, গ্রিন এন্টারপ্রাইজ, সূচনা হেয়ার অ্যান্ড
বিউটি কেয়ার, গোপালগঞ্জ জেলার মেসার্স কাজী সৈয়দ আলী, শরীফ ফার্নিচার,
চুয়াডাঙ্গা জেলার মেসার্স বঙ্গ পিভিসি পাইপ ইন্ডাস্ট্রিজ, মেসার্স মাদানী
এন্টারপ্রাইজ, হোটেল ভি আই পি, ঝিনাইদহ জেলার তুষার সিরামিকস লিমিটেড, ফসিয়ার
মোটরসাইকেল সেন্টার, নড়াইল জেলার মেসার্স কাজ ট্রেডিং, ফরিদপুর জেলার রাজ্জাক ফুড
অ্যান্ড বেভারেজ লিমিটেড, মেসার্স তাজ ইন্টারন্যাশনাল, বাগাট ঘোষ মিষ্টান্ন
ভাণ্ডার, মাগুরা জেলার মেসার্স ভাই ভাই প্লাস্টিক, মেসার্স আলমগীর মটরস, চলন্তিকা
হোটেল, মেহেরপুর জেলার মেসার্স বিশ্বাস মটরস, যশোর জেলার মেসার্স পানশাহী জর্দ্দা
ফ্যাক্টরি, শুভ এন্টারপ্রাইজ, হোটেল জাবির প্যারাডাইস লিমিটেড।
খুলনা ভ্যাট কমিশনারেটের অধীন খুলনা জেলার মেসার্স খোরশেদ মেটাল
ইন্ডাস্ট্রিজ, সেভ এন সেভ, ঝালকাঠি জেলার মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়ার্কস,
পটুয়াখালী জেলার পাঞ্জা বিড়ি লিমিটেড, বরগুনা জেলার মেসার্স উজ্জল কেমিক্যাল
ওয়ার্কস, বরিশাল জেলার এমইপি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, নিউ
পার্ক বাংলা, নাদিয়া ফার্নিচার লিমিটেড, বাগেরহাট জেলার দুবাই বাংলাদেশ সিমেন্ট
মিলস লিমিটেড, মাদারীপুর জেলার চাঁন বিড়ি ফ্যাক্টরি, মেসার্স সিগমা ট্রেডার্স,
হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল, শরীয়তপুর জেলার বাজাজ ভিলেজ, সাতক্ষীরা জেলার
বাজাজ সেলস পয়েন্ট, মেসার্স জায়হুন ডেইরি শপ।
কুমিল্লা ভ্যাট কমিশনারেটের অধীন কুমিল্লা জেলার এস আর এন
ইলেকট্রনিকস লিমিটেড, মালাই সুইটস অ্যান্ড বেকারি, চাঁদপুর জেলার মেসার্স চাঁদপুর
লাইমস, এইচ পাওয়ার মটরস, হোটেল গ্র্যান্ড হিলশা, নোয়াখালী জেলার সিলভা
ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রাইম ডিস্ট্রিবিউশন, লক্ষ্মীপুর জেলার পি টি কনজ্যুমার
প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, মেসার্স হরিনারায়ণ মজুমদার অ্যান্ড সন্স, হোটেল
নুরজাহান।
রাজশাহী ভ্যাট কমিশনারেটের অধীন চাঁপাইনবাবগঞ্জ জেলার চাঁপাই-এগ্রো
প্রোডাক্টস মার্কেটিং কোং লিমিটেড, মৃদুলা ট্রেডিং করপোরেশন, প্যাকেজ ক্যাবল
নেটওয়ার্ক, জয়পুরহাট জেলার মেসার্স পি আর এগ্রো করপোরেশন, হোটেল সুইট ড্রিম,
নওগাঁ জেলার মেসার্স হাসান ট্রেডার্স, নাটোর জেলার ব্রাদার্স স্টিল, মেসার্স
বিসমিল্লাহ মটরস, জয়কালি বাড়ী মিষ্টির দোকান, পাবনা জেলার ফার্মা প্যাকেজ
(প্রাইভেট) লিমিটেড, মেসার্স ফকির এন্টারপ্রাইজ, বনলতা সুইটস অ্যান্ড বেকারী,
বগুড়া জেলার যমুনা স্পেসটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড, মেসার্স এশিয়া সুইটমিট
অ্যান্ড কোল্ড ড্রিংকস, রাজশাহী জেলার টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড, সপুরা সিল্ক
মিলস লিমিটেড, সিরাজগঞ্জ জেলার মেসার্স কিছমত বিড়ি ফ্যাক্টরি ও সরকার
এন্টারপ্রাইজ।