ভারতে অ্যালুমিনিয়াম তামা দস্তার আমদানি শুল্ক বাড়ানোর দাবি

অ্যালুমিনিয়াম, তামা ও দস্তা আমদানির ওপর উচ্চ শুল্ক আরোপের দাবি জানিয়েছে ভারতের খনিজ শিল্পসংশ্লিষ্টরা। সম্প্রতি ফেডারেশন অব ইন্ডিয়ান মিনারেল ইন্ডাস্ট্রিজ দেশটির অর্থ মন্ত্রণালয়ের কাছে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।

সম্প্রতি ভারতের বাজারে সস্তা ও নিম্নমানের অ্যালুমিনিয়াম, তামা ও দস্তা আমদানির হিড়িক পড়েছে। এগুলোর বেশির ভাগই এসেছে চীন থেকে। এটি বন্ধ করার লক্ষ্যেই আমদানি শুল্ক বাড়ানোর দাবি জানিয়েছে শিল্পসংশ্লিষ্টরা।

চিঠিতে বলা হয়, বেশকিছু অ্যালুমিনিয়াম পণ্য আমদানিতে সরকারের উচিত ১০-১৫ শতাংশ শুল্ক আরোপ করা। বিশেষ করে স্ক্র্যাপের আমদানি শুল্ক ২ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে।

ভারত বিশ্বের তৃতীয় শীর্ষ প্রাইমারি অ্যালুমিনিয়াম উৎপাদক। দুই বছরের মধ্যে দেশটি উৎপাদন সক্ষমতা ৪৬ লাখ টনে উন্নীত করার কথা ভাবছে। বর্তমানে দেশটিতে ৪১ লাখ টন উৎপাদন সক্ষমতা রয়েছে।

চলতি অর্থবছরে ভারতে অ্যালুমিনিয়ামের চাহিদা ৪২ লাখ টনে পৌঁছতে পারে। এর আগের অর্থবছর দেশটি ৪১ লাখ টন আমদানি করেছিল। আমদানীকৃত এসব অ্যালুমিনিয়ামের বেশির ভাগই ছিল সস্তা ও নিম্নমানের।

এদিকে তামা ও দস্তার আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশে নির্ধারণ করার দাবি জানিয়েছে ফেডারেশন। এসব ধাতুর ক্ষেত্রেও সস্তা ও নিম্নমানের আমদানি ব্যাপক বেড়েছে।