প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল দিলো মিডল্যান্ড ব্যাংক
শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে
প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল দিয়েছে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড। সামাজিক
দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় এসব কম্বল দেওয়া হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর উদ্যোগে গত
বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি নমুনা কম্বল হস্তান্তর করেন মিডল্যান্ড
ব্যাংক লিমিটেডের পরিচালক আব্দুল মমিন মন্ডল এবং মোস্তাফিজুর রহমান।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর আাগে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির
(সিএসআর) আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে দেশের বিস্তীর্ণ জনপদের বন্যা
দুর্গত মানুষের পাশে দাঁড়াতে ২ কোটি টাকার আর্থিক অনুদান দেয়। ইতিপূর্বে ব্যাংক
শিক্ষা ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) আওতায় প্রধানমন্ত্রীর
শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদান দেয়।
এছাড়াও ব্যাংক বছরব্যাপী সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর)
আওতায় বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালোনা করেছে।