জনগণের পাশে থেকে নেতাকর্মীদের কাজ করতে হবে: সালমা ইসলাম এমপি

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম বলেছেন, জাতীয় পার্টি দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে দীর্ঘ সময় ধরে কাজ করে চলেছে। তাই পার্টির একজন কর্মী হিসেবে আপনাদের প্রত্যেককে এ অঞ্চলের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে হবে। 

মঙ্গলবার দুপুরে ঢাকার নবাবগঞ্জের বধর্ণপাড়ায় দলীয় কার্যালয়ে শিকারীপাড়া, বারুয়াখালী ও জয়কৃষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির সম্মলেনে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। 

সালমা ইসলাম বলেন, সব ভেদাভেদ ভুলে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সক্রিয় করার মাধ্যমে সংগঠনকে গতিশীল ও শক্তিশালী করাই এখন আমাদের প্রধান কাজ। ঔপনিবেশিক আমলের ঘুণেধরা আর্থ-সামাজিক ও প্রশাসনিক কাঠামোর মৌলিক পরিবর্তন করে স্বাধীন দেশের একটি উপযোগী নতুন রাজনৈতিক ধারা সৃষ্টির লক্ষ্যে প্রয়াত রাষ্ট্রপ্রতি হুসেইন মুহম্মদ এরশাদের হাত ধরে ১৯৮৬ সালে ১ জানুয়ারি জাতীয় পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। 

তিনি বলেন, এরশাদ সরকারের দীর্ঘ ৯ বছরের শাসন আমলে এ দেশের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড সংঘটিত হয়। যার সুফল দেশের প্রতিটি মানুষ এখন ভোগ করছেন। 

সম্মেলনে মো. সোলায়মানকে সভাপতি ও মো. জাফর ইমামকে সাধারণ সম্পাদক করে শিকারীপাড়া ইউনিয়ন জাতীয় পার্টি, মো. আতাহার আলীকে সভাপতি ও আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে বারুয়াখালী ইউনিয়ন এবং মো. মনির হোসেনকে সভাপতি ও মাহফুজ খানকে সাধারণ সম্পাদক করে জয়কৃষ্ণপুর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, নবাবগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান, এমএ মজিদ, মান্নান মাস্টার, মো. বোরহান,  নারীনেত্রী রেশমা আজাদ প্রমুখ।