সাকিবের দলের বিপক্ষে খেলছে আফিফের দল
এশিয়া কাপ শুরু হতে আর বেশি দিন
বাকি নেই। টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট সামনে রেখে শনিবার থেকে অনুশীলনে
নেমেছে বাংলাদেশ দল।
তারই অংশ হিসেবে আজ রোববার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুতি
ম্যাচ খেলছেন এশিয়া কাপ স্কোয়াডের ক্রিকেটাররা।
লাল ও সবুজ
দুদলে ভাগ হয়ে খেলছেন ক্রিকেটারররা। দুদলের অধিনায়ক হয়েছেন দলের দুই
অলরাউন্ডার। লাল দলের অধিনায়ক হিসেবে আছেন সাকিব আল হাসান এবং সবুজ দলের আফিফ
হোসেন ধ্রুব। দুদলেই মিশে গেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটার।
সাকিবের
দলের হয়ে খেলছেন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ ও আরিফুল ইসলাম। আর আফিফের
অধীনে খেলছেন মোহাম্মদ রবিন, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী,
আকবর আলি, রিশাদ হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।
প্রথমে
ব্যাট করে ১৬৫ রান সংগ্রহ পেয়েছে সাকিবের লাল দল। জয়ের লক্ষ্যে ব্যাট করছে আফিফের
সবুজ দল।
লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন,
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী,
সাইফউদ্দিন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।
সবুজ দল: আফিফ হোসেন, মোহাম্মদ রবিন, মেহেদী
হাসান মিরাজ, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম
আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।