চীনে ঊর্ধ্বমুখী ধারায় তামা উৎপাদন

জুলাইয়ে চীনে তামা উৎপাদন কিছুটা বেড়েছে। এ সময় দেশটির বেশির ভাগ বিগলন কেন্দ্রে রক্ষণাবেক্ষণ কার্যক্রম শেষ হয়। ফলে প্রধান অঞ্চলগুলোয় উৎপাদন বাড়তে শুরু করে। চীনের রাষ্ট্রায়ত্ত গবেষণা প্রতিষ্ঠান অ্যানটেইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২২টি বিগলন প্রতিষ্ঠানের ওপর ভিত্তিকে এ প্রতিবেদন তৈরি করে অ্যানটেইক। চীনের মোট সক্ষমতার ৮৩ শতাংশ তামাই আসে এসব প্রতিষ্ঠান থেকে। গত মাসে চীনে ৭ লাখ ৯০ হাজার টন তামা উৎপাদন হয়েছে। আগের মাসে উৎপাদনের পরিমাণ ছিল ৭ লাখ ৭৭ হাজার টন। সে হিসাবে উৎপাদন বেড়েছে ১ দশমিক ৭ শতাংশ।

পশ্চিমাঞ্চলীয় স্যাংডং প্রদেশ, উত্তর পশ্চিমের ঝিংজিয়াং ও উত্তরাঞ্চলের ইনার মঙ্গোলিয়ার চিফেং সিটিতে উৎপাদন বেড়েছে। তবে গানসু, জুয়াংসিসহ কয়েকটি প্রদেশে উৎপাদন রক্ষণাবেক্ষণ কার্যক্রমের কারণে নিম্নমুখী ছিল।

চলতি বছরের প্রথম সাত মাসে চীনে সব মিলিয়ে ৫৪ লাখ ১০ হাজার টন তামা উৎপাদন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে ৩ শতাংশ।

অ্যানটেইকের প্রত্যাশা, চলতি মাসে ধাতুটির উৎপাদন ৮ লাখ ৫ হাজার টনে উন্নীত হতে পারে। কারণ বেশির ভাগ বিগলন কেন্দ্রই উৎপাদন বাড়াতে শুরু করেছে।