দর বৃদ্ধির শীর্ষে ই-জেনারেশন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৯টির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ই-জেনারেশনের। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র মতে, রোববার ই-জেনারেশনের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৭.১০ টাকায়। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ২৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.৭০ টাকা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইজেনারেশন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

 

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জিবিবি পাওয়ারের ৮.৭৪ শতাংশ, জিকিউ বলপেনের ৭.৯৪ শতাংশ, লাভেলো আইসক্রীমের ৭.৪৫ শতাংশ, এসএস স্টিলের ৭.৩৪ শতাংশ, এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৬.৯৭ শতাংশ, বিকন ফার্মার ৬.৭৫ শতাংশ, ওনিয়ন ফার্মার ৬.৩৬ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৬.২৫ শতাংশ এবং সাইফ পাওয়ারের শেয়ার দর ৬.১৫ শতাংশ বেড়েছে।