দীর্ঘদিন পর একীভূত হলো বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি
পুনর্গঠন করা হয়েছে। এরমধ্য দিয়ে জোটের সক্রিয় একাধিক কমিটিকে একীভূত করা হয়েছে।
রোববার (৩১ জুলাই) সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের
সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এই কমিটি ঘোষণা করেন।
তিনি বলেন, জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন কমিটি গঠন করা হয়েছে। এর
আগে সক্রিয় একাধিক কমিটিকে বিলুপ্ত করে নতুন উদ্যোমে পুনর্গঠিত এই কমিটি করা
হয়েছে।
নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর,
কার্যকরী সভাপতি করা হয়েছে সংগীতশিল্পী রফিকুল আলমকে। অভিনেত্রী ফাল্গুনী হামিদকে
সাধারণ সম্পাদক করে কার্যকরী সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে অরুণ সরকার
রানাকে।
পুনর্গঠিত কমিতির বিষয়ে অসীম কুমার উকিল জানিয়েছেন, আমরা চেষ্টা
করেছি সব সীমাবদ্ধতা কাটিয়ে একটি সুশৃঙ্খল কমিটি করতে। আমি আশাবাদী নবগঠিত এই
কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে
বঙ্গবন্ধু কন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে ভূমিকা রাখবে। কেননা,
বঙ্গবন্ধু কন্যা এগিয়ে গেলেই বাংলাদেশ এগিয়ে যাবে।







