সাংবাদিকদের অনেক রিপোর্ট আমাকেও কাঁদায়: তথ্যমন্ত্রী

দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। বলেছেন, তাঁর মতো শক্ত মানুষকেও সাংবাদিকদের অনেক রিপোর্ট কাঁদিয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক জহুরহোসেন চৌধুরীর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলে মন্ত্রী।হাছান মাহমুদ বলেন, দেশ গঠনে সাংবাদিকদের ভূমিকাঅত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ গঠনটা কেমন, সেটিও একটি প্রশ্ন। পাশ্চাত্যের মতো শুধুবস্তুগত উন্নয়নই নয়, প্রয়োজন মানবিক সামাজিক রাষ্ট্র গঠন। এ জন্য প্রয়োজনমানবিকতার বিকাশ। যে মানবিকতা দিনে দিনে লোপ পাচ্ছে।

সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, অনেক সাংবাদিকের কাছে এটি একটি ব্রত উল্লেখ করেতথ্যমন্ত্রী বলেন, মানুষকে স্বপ্ন দেখাতে হয়। রাজনীতিবিদদের দায়িত্ব হচ্ছে জাতিকেস্বপ্ন দেখানো। একই সঙ্গে সাংবাদিকেরাও পারেন স্বপ্ন দেখাতে।এ সময় হাছান মাহমুদ বলেন, আমার মতো শক্ত মনের মানুষ, যাঁকেশিবির দুবার জবাই করতে চেয়েছিল, ২১ আগস্ট মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, বহুবারমৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছি, কিন্তু সেই আমাকেও সাংবাদিকদের অনেক রিপোর্ট কাঁদায়,ভাবায়।জহুর হোসেন চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতিরস্বাধিকার থেকে স্বাধীনতাসংগ্রাম, স্বাধীনতাযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন।কিন্তু সেটির পেছনে কিছু প্রথিতযশা মানুষ, কিছু লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিকদেরঅনবদ্য ভূমিকা না থাকলে জাতির মনন তৈরি হতো না। তাঁদের মধ্যে একজন হচ্ছেন জহুরহোসেন চৌধুরী।আলোচনা সভায় জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে বিশেষ অতিথিরবক্তব্য দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, পাকিস্তানিদুঃশাসনের মধ্যেও জহুর হোসেন চৌধুরী দেশে সাংবাদিকতার ভিত গড়ে গেছেন। তাঁর কাজেরমধ্য দিয়ে তিনি অনন্তকাল বেঁচে থাকবেন।