ত্রাণ বিতরণে জাপার সাংগঠনিক কার্যক্রম স্থগিত

বানভাসি মানুষের মাঝে ত্রাণ
বিতরণের স্বার্থে আগামী সাতদিনের জন্য ঢাকা, সিলেট ও রংপুর বিভাগে জাতীয় পার্টির
(জাপা) সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ
(জিএম) কাদের এই নির্দেশনা দেন। এসময় তিনি জাতীয় পার্টির সব নেতাকর্মীদের বন্যা
দুর্গতদের পাশে থাকতে বলেন।
দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে জিএম কাদের বলেন, দেশের মানুষ
ভালো নেই। বন্যায় রংপুর ও সিলেট বিভাগসহ উত্তরাঞ্চলের কোটি মানুষের জীবন বিপন্ন।
তাদের মাঝে খাদ্য নেই, বিশুদ্ধ পানি নেই, জীবন রক্ষাকারী ওষুধ নেই। এমন বাস্তবতায়,
সাংগঠনিক কার্যক্রম পরিচালনা না করে গণমানুষের পাশে দাঁড়ানোই উত্তম।







