ফ্লাইট শুরুর আগে আইওএসএ সনদপ্রাপ্তির প্রস্তুতি এয়ার অ্যাস্ট্রার

বাংলাদেশে প্রথম ফ্লাইটের কার্যক্রম শুরুর আগেই বিশ্বমানের আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) সনদপ্রাপ্তির প্রস্তুতি শুরু করেছে এয়ার অ্যাস্ট্রা।

সোমবার (১৩ জুন) এয়ারলাইনটির নিজস্ব ট্রেনিং সেন্টারে আইএটিএ-এর ইন্সট্রাক্টর লুইস রামোস আলভেসের অধীনে ৫ দিনব্যাপী আইওএসএ এয়ারলাইন অডিটর ট্রেনিং, মডিউল- ১ প্রশিক্ষণ শুরুর মধ্য দিয়ে আইওএসএ সনদপ্রাপ্তির প্রয়াস গ্রহণ করে।

প্রশিক্ষণটিতে মোট ১৭ জন প্রশিক্ষণার্থীর মধ্যে আছেন এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ, ফ্লাইট পরিচালনা পরিচালক ক্যাপ্টেন ফরহাত জামিল, প্রকৌশল পরিচালক গাজী মাহমুদ ইকবাল, কোয়ালিটি অ্যাসিউরেন্স প্রধান মো. শফিকুল আলম, গ্রাউন্ড অপারেশন মহাব্যবস্থাপক জাফর উজ্জামান, ফ্লাইট সেফটি প্রধান ক্যাপ্টেন খালিদ শামস ও এয়ারলাইন সিকিউরিটি মহাব্যবস্থাপক হাসিব উল আলমসহ অন্যান্যরা।

ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন (আইএটিএ) কতৃক প্রণোদিত আইএটিএ অপারেশনাল সেফটি অডিট (আইওএসএ) একটি বিশ্বমানের মানদণ্ড নিরুপণী অডিট, যা এয়ারলাইন্সের নিরাপদ পরিচালনা নিশ্চিত করে। বিশ্বের সব বৃহৎ এয়ারলাইন্স কোম্পানি আইওএসএ সনদপ্রাপ্তির মাধ্যমে তাদের নিরাপদ ও সুরক্ষিত ফ্লাইট পরিচালনা নিশ্চিত করে।

কোভিড-১৯ পরবর্তী অনিবার্য পরিস্থিতির কারণে এয়ারক্রাফট সংগ্রহে হলেও এবছর সেপ্টেম্বরে ৩টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রুটগুলোতে ফ্লাইট পরিচালনা শুরু করবে এয়ার অ্যাস্ট্রা।

ফ্রান্সে নির্মিত এটিআর ৭২-৬০০ সর্বাধুনিক প্রযুক্তির টার্বোপ্রপ এয়ারক্রাফট। এয়ার অ্যাস্ট্রার পরিকল্পনা অনুযায়ী ২০২৩ সালের শেষে এয়ারলাইনটির বহরে আরও ৫টি এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ হবে।