থোক বরাদ্দ ৫ হাজার কোটি, মেয়াদ শেষ হচ্ছে ৫৫২ প্রকল্পের
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ
২০২২-২৩ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়নের
লক্ষ্যে নতুন অননুমোদিত প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য ১ হাজার ২৫৫টি
প্রকল্পের প্রস্তাব পাঠায় পরিকল্পনা কমিশনে। নানা সভা-সেমিনার শেষে ৬৫৯টি নতুন
প্রকল্প তালিকায় রাখা হচ্ছে। এসব প্রকল্প সচল রাখতে থোক বরাদ্দ রাখা হচ্ছে ৫ হাজার
৩০ কোটি টাকা।
এছাড়া চলতি বছরের ৩০ জুন ৫৫২টি প্রকল্পের মেয়াদ শেষ হবে। ফলে নতুন
প্রকল্প ও পুরাতন প্রকল্প সঠিক সময়ে সম্পূর্ণ না হওয়ায় এক ধরনের চাপে পড়তে যাচ্ছে
নতুন বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)।
সম্প্রতি পরিকল্পনা কমিশন থেকে এসব তথ্য জানা গেছে।
এডিপিতে নতুন প্রকল্প ৬৫৯টি: বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে
সম্পূর্ণ জিওবি অর্থে বাস্তবায়নের লক্ষ্যে নতুন অননুমোদিত প্রকল্প তালিকায়
অন্তর্ভুক্তির জন্য ১ হাজার ২৫৫টি প্রকল্প (স্ব অর্থায়নের ৩০ টিসহ) প্রস্তাব
প্রেরণ করে। আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা শেষে ২০২২-২৩ অর্থবছরের
প্রস্তাবিত এডিপিতে ৬৫৯টি প্রকল্প (স্ব অর্থায়নের ২৬টি সহ) বরাদ্দবিহীন অননুমোদিত
নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য সুপারিশ করা হয়।
এসব অননুমোদিত নতুন প্রকল্প পরে যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমোদিত হলে
বা চলমান প্রকল্পে অতিরিক্ত অর্থের বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিলে সেসব প্রকল্পে
এডিপি হতে অর্থায়ন করা হয়। সে লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে
বিভিন্ন সেক্টরের আওতায় মন্ত্রণালয়-বিভাগভিত্তিক নতুন প্রকল্পে থোক বরাদ্দ বাবদ
৫ হাজার ৩০ কোটি ১৩ লাখ টাকা রাখা হচ্ছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৪ হাজার ৫০ কোটি
এবং বৈদেশিক ঋণ ৯৮০ কোটি টাকা।
মেয়াদোত্তীর্ণ প্রকল্প ৫৫২টি: চলতি বছরের ৩০ জুন মেয়াদোত্তীর্ণ
হবে এমন ৫৫২টি প্রকল্প ২০২২-২৩ অর্থবছরের এডিপিতে অন্তর্ভুক্তির প্রস্তাব করা
হয়েছে। মেয়াদ বৃদ্ধি যথাসময়ে না হওয়ায় অর্থবছরের প্রথম ৪ থেকে ৫ মাস এসব
প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ছাড় ও ব্যয় করা সম্ভব হয় না বিধায় এডিপির
বরাদ্দ কম ব্যবহার হয় এবং সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়ে।
এসব প্রকল্পের বাস্তবায়ন মেয়াদকাল আগামী ৩০ জুনের মধ্যে বৃদ্ধি সংশোধনের সব
প্রক্রিয়া সম্পন্ন করা প্রয়োজন বলে জানায় কমিশন।
এডিপিতে মোট প্রকল্প ১ হাজার ৪২৪টি: এডিপিতে বরাদ্দসহ অন্তর্ভুক্ত
প্রকল্প সংখ্যা মোট ১ হাজার ৪৩৪টি। এর মধ্যে ২০২১-২২ অর্থ বছরের সংশোধিত এডিপি
থেকে প্রস্তাবিত এডিপিতে স্থানান্তরিত প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৯০টি।
বৈদেশিক সহায়তা প্রাপ্তির প্রকল্প ১৮০টি: বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগ হতে ২০২২-২৩
অর্থবছরের ১৮০টি প্রকল্প বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন
অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্তির জন্য এডিপিতে প্রস্তাব করা হয়।
এসব তালিকা পর্যালোচনা করে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটি ১৫০টি প্রকল্প
তালিকাভুক্তির সুপারিশ করে।
সম্পন্ন হচ্ছে ২৮০ প্রকল্প: ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত এডিপিতে
সমাপ্য প্রকল্প অর্থাৎ ৩০ জুনের মধ্যে ২৮০টি প্রকল্প সম্পন্ন হবে। এর মধ্যে
বিনিয়োগ প্রকল্প ২৪৫টি, কারিগরি ২৪টি এবং নিজস্ব অর্থায়নের ১১টি প্রকল্প রয়েছে।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী ২০২২-২৩
অর্থবছরের জন্য ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)
অনুমোদন করেছে সরকার। নতুন প্রকল্পের চাপও বাড়ছে। প্রকল্পগুলো বাঁচিয়ে রাখতে থোক
বরাদ্দও রাখা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকল্প সম্পর্কিত প্রাসঙ্গিক পর্যালোচনা না করে
প্রকল্প গ্রহণের কারণেই বারংবার সংশোধন এবং মেয়াদ বৃদ্ধি করতে হয়। কাজেই যথাযথভাবে
সম্ভাব্যতা যাচাইয়ের ভিত্তিতেই প্রকল্প গ্রহণ করতে হবে।