সীতাকুণ্ডের আগুন নাশকতা কি না, খতিয়ে দেখা হবে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর আগুন কোনো দুর্ঘটনা, নাকি এর পেছনে নাশকতা আছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্র্যাব) নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

আগুন লাগার কারণ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। যেখানে রক্ত লাগে সেখানে রক্ত দেওয়া ও সার্বিক সহযোগিতা করার জন্য আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া আছে।

আগুনের ঘটনায় সার্বিক সহযোগিতা দিতে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, বিষয়টি দুর্ঘটনা, না নাশকতা, সেটিও খতিয়ে দেখা হবে।

এ সময় বিএনপির সম্প্রতি কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, পত্রপত্রিকায় দেখেছি, বিএনপি যেসব দলের সঙ্গে সংলাপ করছে, তারা বিএনপির কথিত ২২ দলীয় জোটভুক্ত। যদিও ২২ দল থেকে কিছু পালিয়ে গেছে।

হাছান মাহমুদ বলেন, অন্য কিছু দলের সঙ্গে তারা বৈঠক করার পরই কেবল আমরা জানতে পারছি যে সে ধরনের দল বাংলাদেশে আছে, যাদের অনেকের কোনো নিবন্ধনই নেই। নিবন্ধনহীন পত্রিকাকে যেমন সাংবাদিকেরা গায়েবানা পত্রিকা বলে, এ দলগুলোও তেমনই গায়েবানা দল।