সামুদ্রিক অ্যাকুয়ারিয়াম হয়নি, ক্ষুব্ধ প্রধানমন্ত্রী

আয়ের উৎস বাড়ানোর পাশাপাশি গবেষণার জন্য পর্যটন নগরী কক্সবাজারে একটি সামুদ্রিক অ্যাকুয়ারিয়াম বানাতে ২০১৩ সালে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু গত ৯ বছরেও সেই অ্যাকুয়ারিয়ামের কাজ শুরুই করতে পারেনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সে জন্য প্রধানমন্ত্রী মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি যত দ্রুত সম্ভব কাজটি শুরু করার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে অনলাইনে একনেক সভায় যোগ দেন। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেকপরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পর্যটক আকর্ষণে কক্সবাজারে সামুদ্রিক অ্যাকুয়ারিয়াম তৈরির নির্দেশ দিয়েছেন, যেখানে গবেষণাসহ সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।

কক্সবাজারে অ্যাকুয়ারিয়াম বানানোর বিষয়টি আলোচনায় আসে একনেক সভায় জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট প্রকল্প অনুমোদনের সময়। ২০১৩ সালে একেনেকের এক সভায় প্রথম এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছিল। তখন অ্যাকুয়ারিয়াম বানানোর নির্দেশনাও দেওয়া হয়েছিল।