কুমিল্লা মহানগর ন্যাপের আহ্বায়ক কমিটি গঠন

অধ্যাপক শরিফুল হাসানকে আহ্বায়ক,
মো. মঞ্জুর হোসেন চৌধুরী মাসুমকে সদস্য সচিব ও রুশদী হাসান রিপনকে যুগ্ম আহ্বায়ক
করে ১৭ সদস্যবিশিষ্ট বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কুমিল্লা মহানগর
আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য
জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কমিটির অন্য সদস্যরা হলেন- আমজাদ হোসেন নয়ন, ফোরকান আহমদ
ভুঁইয়া, নাহিদুল ইসলাম, সাইফুল আজম, মুকুস দাস চৌহান, আবদুল আলিম, সেলিম মিয়া,
ফারিয়া রহমান, নুর জান্নাত ভুঁইয়া, লায়লা নূর, নুসরাত জাহান চৌধুরী, লুৎফা বেগম,
পারভিন আক্তার ও রেখা রানি দাস।
দলের যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুঁইয়ার সুপারিশে মহাসচিব এম. গোলাম
মোস্তফা ভুঁইয়া আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনকল্পে এ কমিটি অনুমোদন
দিয়েছেন।







