ভারতীয় ইজেড প্রতিষ্ঠায় বেজা চুক্তি ১ এপ্রিল

বঙ্গবন্ধু শিল্প নগরের অধীনে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে প্রায় ৮৫৭ একর জমির ওপর ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার) সঙ্গে টার্ম শিট সই করবে ভারতের আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেড। আগামী ১ এপ্রিল ভারতের মুম্বাইয়ে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই উন্নয়ন চুক্তি সই হবে।

ইনভেস্টোপিডিয়া ডট কমের বিবরণ অনুযায়ী, একটি টার্ম শিট বা শর্তপত্র হলো একটি নন-বাইন্ডিং চুক্তি। এতে বিনিয়োগের মৌলিক শর্তাবলী লিপিবদ্ধ থাকে। এই টার্ম শিটের মাধ্যমে ভারতীয় ইজেডের উন্নয়নের জন্য পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হবে। পর্যায়ক্রমে ইজেড পরিচালনার জন্য কোম্পানি গঠনসহ অন্যান্য প্রক্রিয়া শুরু করা হবে।

ভারতীয় ইজেড প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৫ সালের জুনে বাংলাদেশ সরকার ও ভারত সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। এর প্রেক্ষাপটে ভারত সরকার আদানি পোর্টস অ্যান্ড এসইজেড লিমিটেডকে ইজেডের ডেভেলপার হিসেবে কাজ করার জন্য বাছাই করে।

এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, বেজা দেশে আরও ভারতীয় বিনিয়োগকারী আকৃষ্ট করতে চুক্তি করতে যাচ্ছে। জোনটি ভারতীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সক্ষম হবে। কেননা এটি সমস্ত বিনিয়োগ বান্ধব সুবিধা নিশ্চিত করে একটি আন্তর্জাতিক মানের ইজেড হতে চলেছে। বাংলাদেশ বিশ্ব ব্যবসায়ী সম্প্রদায়ের কেন্দ্রে পরিণত হচ্ছে, যা দেশকে ভিশন-২০৪১ অর্জনে সহায়তা করবে।

তিনি বলেন, খুব কম শ্রমব্যয়, দক্ষ জনশক্তি, অনুকূল সরকারি নীতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উচ্চ উৎপাদনশীলতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা কোভিড-১৯ মহামারী সত্ত্বেও বাংলাদেশকে একটি বৈশ্বিক বিনিয়োগ কেন্দ্রে পরিণত করছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের (বিএসএমএসএন) অধীনে চট্টগ্রাম জেলার মিরসরাইয়ে প্রায় ৯৬৪ কোটি টাকা (সহজ শর্তে ১১৫ মিলিয়ন ঋণ) ব্যয়ে প্রায় ৮৫৭ একর জমিতে ভারতীয় ইজেড প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।

প্রকল্পের প্রধান কার্যক্রম হচ্ছে ভূমি উন্নয়ন, পথ, প্রশাসনিক ভবন, নিরাপত্তা শেড, পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা, টেলিযোগাযোগ, পানি শোধনাগার এবং অন্যান্য বিনিয়োগ বান্ধব সুবিধা নির্মাণ। এ পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে পরামর্শক প্রতিষ্ঠান ও জনবল নিয়োগের কাজ শেষ হয়েছে।

বেজা চট্টগ্রাম ও ফেনী জেলার অন্তর্গত তিনটি উপজেলা- যথাক্রমে মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী জুড়ে প্রায় ৩০ হাজার একর জমিতে বিএসএমএসএন তৈরি করছে।

এটি বঙ্গোপসাগরের ২৫ কিলোমিটার উপকূল রেখা জুড়ে ফেনী নদীর মোহনায় অবস্থিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ ফেব্রুয়ারি, ২০১৬ ইজেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।