খাদ্য নিরাপত্তা বিষয়ে এপিবিপিসি-বাপার দুই দিনের প্রশিক্ষণ

বাণিজ্য মন্ত্রণালয়াধীন অ্যাগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি) ও বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) উদ্যোগে খাদ্য নিরাপত্তা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ মার্চ) ও রোববার (১৩ মার্চ) নাটোরে প্রাণ অ্যাগ্রো লিমিটেডের কারখানা ভবনে `Food Safety in Bangladesh-Prospects & Challenges' শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 শনিবার কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও বাপার প্রশাসক জিন্নাত রেহানা। নাটোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর বিসিকের উপ-ব্যবস্থাপক দিলরুবা দীপ্তি।

রাজশাহী বিভাগে খাদ্য নিরাপত্তা, সম্ভাবনা ও প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে বাপা এই প্রশিক্ষণের আয়োজন করে।