সমাবেশের আবেদন নিয়ে বিএনপি আর পুলিশ সুপারের কাছে যাবে না

রাজনৈতিক সভা-সমাবেশ করার আবেদন নিয়ে বিএনপি আর পুলিশ সুপারের কাছে যাবে না। সভা-সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার। সীমিত পরিসরে বদ্ধ ঘরে বিএনপির আর কোনো কর্মসূচি করবে না। এখন থেকে গণতান্ত্রিক অধিকার নিয়ে উন্মুক্ত স্থানেই বিএনপি রাজনৈতিক সভাসমাবেশ করবে।  

আজ বুধবার বিকেলে যশোর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। চাল, ডাল, তেল, গ্যাসসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহরের লালদীঘিপাড়ে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়।

যশোর জেলা বিএনপির আহ্বায়ক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

জেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ সাবেরুল হক বলেন, গতকাল মঙ্গলবার রাত থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় ফোন করে বলছেন, উন্মুক্ত স্থানে সমাবেশ করা যাবে না। মণিরামপুরে পুলিশ দাঁড়িয়ে থেকে কর্মীদের সমাবেশে আসতে বাধা সৃষ্টি করছে। আজ এই সমাবেশ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, সমাবেশ করার অনুমতির আবেদন নিয়ে আমরা আর পুলিশ সুপারের কাছে যাব না। বিএনপি বদ্ধ ঘরে সমাবেশ করার রাজনৈতিক দল না। এখন থেকে সব সমাবেশ উন্মুক্ত জায়গায় হবে।

সমাবেশে বক্তারা বলেন, সরকার নিত্যপণ্যের দামের লাগাম টানতে ব্যর্থ হয়েছে। চাল, ডাল, তেল, গ্যাসসহ সব ধরনের পণ্যের অসহনীয় দাম বেড়েছে। এতে নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। এ সময় অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।