অর্থ ফেরত পাচ্ছেন আরো চার প্রতিষ্ঠানের গ্রাহক

পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে পড়া -কমার্স খাতের ক্রেতাদের আগাম পরিশোধ করা অর্থ এরই মধ্যে ফেরত দেয়া শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে এবার -কমার্স প্রতিষ্ঠান থলে ডটকমআনন্দের বাজারউইকম ডটকম  বাংলাদেশ ডিলের কাছে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে। আগামীকাল কিছু গ্রাহক অর্থ ফেরত পাবেন। এসব প্রতিষ্ঠানের নামে পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে যে অর্থ আটকে আছে তার কিছু অংশ ফেরত দেয়া হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের -কমার্স সেলের প্রধান  অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান  প্রসঙ্গে জানানবৃহস্পতিবার  চার প্রতিষ্ঠানের গ্রাহকদের আটকে পড়া টাকা দেয়া শুরু করা হবে।

এসব প্রতিষ্ঠান ক্রেতাদের থেকে আগাম টাকা নিয়ে পণ্য সরবরাহ করেনি। হাজার হাজার ক্রেতার কোটি কোটি টাকা আটকে গেছে এসব প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানগুলো ক্রেতাদের থেকে নেয়া টাকা কী করেছে তার হদিস পাওয়া যাচ্ছে না।  অবস্থায় পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে থাকা টাকা সংশ্লিষ্ট গ্রাহককে ফেরত দিতে উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

উল্লেখ্যবিভিন্ন -কমার্স প্রতিষ্ঠান থেকে পণ্য কিনতে গ্রাহকরা যে টাকা আগাম পরিশোধ করেছেনতার মধ্যে ২১৪ কোটি টাকা কয়েকটি পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান চার প্রতিষ্ঠানের কিছু ক্রেতার লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে। ওইসব ক্রেতার আগাম পরিশোধ করা টাকা পেমেন্ট গেটওয়ে কোম্পানিতে আটকে আছে। তারা জানানথলের গ্রাহকদের  কোটি টাকার বিস্তারিত তথ্য পাওয়া গেছে। একইভাবে উইকমের  লাখ ৫০ হাজার টাকারআনন্দের বাজারের ৩৬ লাখ টাকা  বাংলাদেশ ডিলের ২২ লাখ টাকার তথ্য পাওয়া গেছে। কোম্পানিগুলো পেমেন্ট গেটওয়ে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করে গ্রাহকদের তালিকা তৈরি করেছে। সে অনুযায়ী টাকা ফেরত দেয়া হবে।

অন্যান্য প্রতিষ্ঠানের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সেসব গ্রাহকদের টাকাও ফেরত দেয়া হবে।